• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টিএসসিতে সাম্প্রদায়িক ‍‍‘সহিংসতা বিরোধী কনসার্ট’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০১:১৯ পিএম
টিএসসিতে সাম্প্রদায়িক ‍‍‘সহিংসতা বিরোধী কনসার্ট’

দেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘সহিংসতা বিরোধী 𓂃কনসার্ট’এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ অক্টোব𒆙র) বিকেল ৩টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই🅘 কনসার্ট শুরু হয়েছে।

‘আক্রান্ত মানুষ, রক্তাক্ত দেশ, এ মাটির কসম রুখবোই বিদ্বেষ’-এই&nb🌄sp;স্লোগানে ক🐻নসার্টটির আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গান, নৃত্য, কবিতার মধ্য দিয়ে জানানো হবে সহিংসতার প্রতিবাদ।

সচেতনতামূলক এই কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলো অংশ নিচ্ছেন। ♒এর মধ্যে রয়েছে ব্যান্ডদল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন ও বুনোফুল।

পাশাপাশি কনসার্টে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একক শিল্পীদের মধ্যে অংশ নিচ্ছেন জ🌺য় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস  মোস্তাফিজ, লালন মাহমুদ, তন্ময়, রাহি𒐪ম, অর্ঘ, অর্চন, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য।

Link copied!